শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার যার অপার করুণা ও সীমাহীন অনুগ্রহে এক বিমুর যুগের বিভ্রান্তি কাটিয়ে বিমূর্ত স্বপ্নের মূর্তমান সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা। বিশ্বায়নের এই যুগে পৃথিবী যখন মেতে উঠেছে নব নব আবিষ্কারের নেশায় আধুনিকতাকে পিছনে ফেলে যখন সদম্ভে এগিয়ে গেছে অতি আধুনিকতা, সেই আধুনিকতার সুপরিসরকে আরো সুপ্রস্থ করার ক্ষেত্রে "এম.এ. লতিফ মেমোরিয়াল ইন্সটিটিউট" আপনাকে দেখাবে এক ব্যতিক্রম ধর্মী শিক্ষার পথ। যোগ্য ব্যবস্থাপনা দক্ষ টিচার স্টাফ যদি শিক্ষা কারিকুলাম শিক্ষার অনুকূল পরিবেশ সর্বোপরি শিশুদের প্রতি শিক্ষক মন্ডলীর শোহার্দ্যপূর্ণ আন্তরিকতা এবং সার্বক্ষণিক তত্ত্বাবধায়নের সমন্বয়েই গড়ে উঠেছে এমএ লতিফ মেমোরিয়াল ইনস্টিটিউট এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি অতি শিক্ষার্থীর জন্য ধর্মীয় নৈতিক সাংস্কৃতিক ও ব্রিটিশ কারিকুলামে আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং নতুন ভাবে যোগ করা হয়েছে ন্যাশনাল কারিকুলাম অনুসারে আউটস্ট্যান্ডিং ইংলিশ ভার্সন শিক্ষা যার মাধ্যমে শিশুরা হয়ে উঠবে নৈতিকভাবে আদর্শ নম্র ভদ্র সদচারী বিনয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে তুলে ধরার যোগ্য। অতএব হে শিক্ষাপ্রেমী, শিক্ষাব্রতী, শিক্ষাদরদী অভিভাবক আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের আগামী প্রজন্মের উন্নতিকল্পে অঙ্গীকার বদ্ধ হই। আপনার সন্তানের সফলতাই আমাদের স্বপ্ন।